বাসস্ট্যান্ডের আধিপত্যে শ্রমিক ইউনিয়নের সম্পাদকসহ দুজনকে কুপিয়ে জখম

বরিশাল জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-কোচ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এসময় সাধারণ সম্পাদকের বাড়িসহ তিনটি ঘরে হামলা ভাংচুর করে তারা।
সোমবার ৪ এপ্রিল ইফতারের পূর্ব মুহুর্তে এই ঘটনা ঘটে।গুরুতর আহত শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লা (৪০) ও অপরজন আল আমিন (২৫) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে সুমন মোল্লার অবস্থা আশঙ্কজনক হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।আহত সুমন মোল্লার মা সেতারা বেগম জানিয়েছেন, ‘সুমন রোজা ছিলো। সোমবার ইফতারের ৫-১০ মিনিট পূর্বে বাসায় ইফতার করতে যায়। এসময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ করেই সুমনের ওপর হামলা করে। এসময় তারা সুমন ও প্রতিবেশী শুক্কুর খলিফার ছেলে আল আমিনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।অপরদিকে, সুমন মোল্লার স্ত্রী আইরীন আক্তার অভিযোগ করেছেন, ‘রূপাতলী বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন দখল নিয়ে চলমান বিরোধের সূত্র ধরে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা সুমন মোল্লাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে।তিনি আরও অভিযোগ করেন, ‘হামলাকারীরা শুধু সুমন ও আল আমিনকে কুপিয়ে জখম করেনি। তারা সুমন ও তার মায়ের বসতঘর এবং অপর এক প্রতিবেশীসহ মোট তিনটি ঘরে হামলা-ভাংচুর করে। পরে তারা সুমন মোল্লাকে ঘরের রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে আটকে রাখে। এরপর পুলিশের সহযোগিতায় সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম বলেন, ‘কি নিয়ে ঘটনা এখন পর্যন্ত জানা যায়নি। ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। তবে এই মুহুর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।উল্লেখ্য, শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্বে গত কয়েকদিন ধরেই রূপাতলী এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনার ঘটছে। ইতোপূর্বে ইউনিয়নের একাংশের সভাপতি সুলতান মাহমুদসহ সাতজনকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। এর আগের দিন একই গ্রুপের লাইন সম্পাদককে পিটিয়ে আহত করে তারা।